ড. ফারুক হোসেন

ড. ফারুক হোসেন

ড. ফারুক হোসেন একাধারে একজন ঔপন্যাসিক, কবি ও প্রাবন্ধিক। "নষ্ট ভ্রষ্ট কষ্ট কথন" এবং "জলঘূর্ণনে জীবন" তার রচিত দুটি পাঠকপ্রিয় উপন্যাস। "এই জলোময় সরোবর” শিরোনামের যৌথ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত ও প্রকাশিত তার কবিতাসমূহ বেশ জনপ্রিয়তা পেয়েছে। দীর্ঘদিন তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন। ডেইলি স্টার, বাংলাদেশ সময়, ইনকিলাব, খবরপত্র, আজকের কাগজ, দেশ বাংলা ইত্যাকার পত্রিকায় ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পেশাগত জীবনে তিনি নিজেকে অধ্যাপনায় সম্পৃক্ত রেখে জ্ঞান চর্চায় ব্রতী হয়েছেন। বর্তমানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে সমসাময়িক বিষয়ের উপর তার গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৯২ সালে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কসসহ এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৪ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. ফারুক হোসেন বিক্রমপুরের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অন্তর্গত কামার গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।

ড. ফারুক হোসেন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon